ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘রিটার্ন দাখিল করে নিজেকে  স্বচ্ছ মনে হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৪৯, ২ ডিসেম্বর ২০১৭

কর দেওয়া মানেই সম্মানের, আর কর ফাঁকি দেওয়া মানেই অপমানের। তাই একজন সৎ নাগরিকের উচিৎ কর পরিশোধ করা। এ কথাগুলো  এতোদিন নিজে বলে এসেছি। কিন্তু নিজের জীবনে তার বাস্তবায়ন দেখাতে পারিনি। আজ সে কথার বাস্তবায়ন করলাম। জীবনে এই প্রথম আয়কর রিটার্ন দাখিল করলাম। সত্যিই নিজেকে একজন সৎ ও স্বচ্ছ নাগরিক বলে মনে হচ্ছে। ভিতর থেকে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। কথাগুলো একনাগাড়ে বলছিলেন, প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করতে আসা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্তাধিকারী রবিউল ইসলাম।

তরুণ এ উদ্যোক্তা ৩০ নভেম্বর বৃহস্পতিবার মগবাজার থেকে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে কর অঞ্চল -2 এ এসেছিলেন আয়কর রিটার্ন দাখিলের জন্য। কারণ  বৃহস্পতিবার আয়কর দিবস-২০১৭। আয়কর সপ্তাহের শেষ দিন এবং ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। সারাদেশে আয়কর দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে। রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় কর অঞ্চলে রিটার্ন দাখিল ও করসেবা নিতে সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের করদাতারা  ভিড় করছেন কর অঞ্চলগুলোতে।

অন্যদের মতো রিটার্ন দাখিল করতে আসা রবিউল ইসলাম জানতে চাইলে তিনি একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, মাত্র ৩০ মিনিট লেগেছে আমার আয়কর রিটার্ন জমা দিতে।অল্পসময়ে এতো ঝামেলাপূর্ণ কাজ হয়ে যাবে আমি ভাবতে পরিনি। এখানে করদাতা ও সেবাদানকারীদের একটা মিলন মেলা বসেছে। সবার আন্তরিক সেবা পেয়েছি।সত্যিই খুবই ভালো লাগছে।

একইভাবে আয়কর রিটার্ন জমা দিতে এসেছিলেন  তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান। তিনি বলেন, আমি আয়কর রিটার্ন জমা দিয়েছি অনেক আগেই। খুব অল্প সময়ে আমার কাজ হয়ে যাওয়াতে আমার হাতে অনেক সময় আছে। তাই এখন বসে আছি। পরিচিত অনেকের সঙ্গে এখানে দেখা হচ্ছে। ভালই লাগছে।

আয়কর রিটার্ন দিতে এসেছিলেন নোভার্টিজের রিজিওনাল ম্যানেজার অমিত। একুশে টেলিভিশন অনলাইনকে তিনি বলেন, আমি এসেছি ৪ ঘণ্টা সময় লেগেছে। আমার রিটার্ন দাখিল অনলাইন ভিত্তিক হলে এতো সময় লাগতো না। তাই আমার প্রত্যাশা রিটার্ন দাখিল যেন সবার জন্য সম্পূর্ণরূপে অনলাইনভিত্তিক করা হয়।

কর অঞ্চল-২ এ  দেখা গেল ই-সেবা নামক একটি বুথ খোলা হয়েছে। যেখানে ইন্টারনেট সংযুক্ত ল্যাপটপ ও প্রিন্ট মেশিনে কাজ করছেন কয়েকজন কর্মী। বুথে থাকা স্টেনোগ্রাফার মীর  মো. মোশাররফ বলেন, আমরা এখানে নতুন টিআইএন দিচ্ছি। অনলাইনে রিটার্ন দাখিল করে সেটার পাসওয়ার্ড দিচ্ছি। টিআইএন ধারী কোন ব্যক্তি তার তথ্য জানতে চাইলে তা সরবরাহ করছি। কিছুক্ষণ আগে খুলনার একজন জানতে চাইলেন তার স্থায়ী ঠিকানা ও পিতার নাম সম্পর্কে। আমরা মুহূর্তে তার প্রয়োজনীয়  তথ্য সরবরাহ করেছি।

কী পরিমান আয়কর রিটার্ন দাখিল হয়েছে জানতে চাইলে ‘কর অঞ্চল-৬’ এর সহকারী কমিশনার সারওয়ার হোসেন বলেন, আয়কর রিটার্ন এবং কালেকশন গতবারের তুলনায় বেশি। তবে কালেকশনটা গতবারের তুলনায় খুব বেশি বাড়ে নাই। তিনি বলেন, আমাদের কর অঞ্চলে মোট ২২টি সার্কেল আছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৬টি সার্কেলের তথ্য পেয়েছি। শুধু আজকের এ পর্যন্ত সময়ে রিটার্ন পড়েছে  ১১ হাজার ৬৫৪টি। আর আদায় ৮ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৩৪৩ টাকা।

কর অঞ্চল-৬ এর কোম্পানি সার্কেলের ইন্সপেক্টর অব ট্যাক্সেস এস এম মঞ্জুরুল হক বলেন, আজকের দিনটা যেন আমাদের কাছে মিলন মেলা মনে হচ্ছে। একই বিভাগে কাজ করি অথচ অনেকের সঙ্গে বছরের একবারও দেখা করার সুযোগ হয় না। আজ সেটা হচ্ছে। সব মিলিয়ে আজ যেন কর দাতা ও সেবাদাতের মিলন উৎসব। তিনি জানান, আজ সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে ৮০টি রিটার্ন জমা পড়েছে। গতকাল বুধবার এ সময় পর্যন্ত পড়েছিল ৪৬টি।

এদিকে কয়েকটি কর অঞ্চল ঘুরে দেখা যায়, করদাতারা বুথে জায়গা না পেয়ে নিচে বসে রিটার্ন পূরণ করছেন। সেবা প্রদানের ক্ষেত্রে আগের চেয়ে কর্মকর্তাদের মনোভাব অনেক পরিবর্তন হয়েছে। এবার তরুণ ও নারী করদাতার সংখ্যা চোখে পড়ার মতো। কর কমিশনার, এনবিআর কর্মকর্তা ও এনবিআর সদস্যরা সেবা মনিটরিং করছেন।শুধু ঢাকা নয় ঢাকার বাইরে কর অঞ্চল ও কর অফিসে করদাতাদের ভিড় রয়েছে বলে জানা গেছে। কর দেওয়ার  সময় রাত ১০টা পর্যন্ত থাকলেও করদাতা থাকা পর্যন্ত কর অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে দিনের সব রিটার্ন দাখিলে তথ্য পাওয়া যায়নি। বুধবার পর্যন্ত রিটার্ন পড়েছে ১০ লাখ ৫৮ হাজার। যা গতবছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। আজ এ সংখ্যা প্রায় ১৮-২০ লাখ হয়ে যাবে বলে আশা করছেন এনবিআর কর্মকর্তারা।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি